শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাতাহিরপুর পর্যটন এলাকা পরিদর্শনে স্থানীয় সংসদসহ সচিবালয়ের প্রতিনিধি দল

তাহিরপুর পর্যটন এলাকা পরিদর্শনে স্থানীয় সংসদসহ সচিবালয়ের প্রতিনিধি দল

আহাম্মদ কবির: সুনামগঞ্জ দেশের দ্বিতীয় রামসার সাইট ও পরিবেশ বান্ধব পর্যটন এলাকাসহ তাহিরপুর উপজেলার বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন করেন স্থানীয় সংসদসহ সচিবালয়ের প্রতিনিধিদল।

আজ শুক্রবার (২০আগস্ট)সকালে টাঙ্গুয়ার হাওরর ওয়াচ-টাওয়ার সংলগ্ন হিজল-করচ বাগানসহ,উপজেলার সীমান্ত ঘেষা টেকেরঘাট নীলাদ্রি পর্যটন এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনে ছিলেন স্থানীয় সংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন,বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব মোছাঃ আছিয়া খাতুন,বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ হান্নান মিয়া,

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃ আলাউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান,উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক আহাম্মদ কবির প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments