বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক জিয়া ও সকল নেপথ্যের পরিকল্পনাকারীদের বিচারের দাবিতে আ.লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ আগস্ট) বিকেলে সাড়ে ৪টার দিকে উপজেলা আ.লীগের উদ্যোগে বসুরহাট পৌরসভার এলাকার কেজি স্কুল রোডে ও কাদের মির্জার নেতৃত্বে বসুরহাট পৌরসভা হলরুমে এ প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, সেতুমন্ত্রীর ভাগনে ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ ফরহাদ লিংকন।
অপরদিকে বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা ঘোষিত কমিটির উপজেলা আ.লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্বে বসুরহাট পৌরসভা হলরুমে আয়োজিত প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা,উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো.ইউনুস, বসুরহাট পৌরসভা আ.লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, জেলা ছাত্রলীগের সহসভাপতি মির্জা মাশরুর কাদের তাশিক প্রমূখ।
এ সময় উপজেলা আ.লীগের দু’টি গ্রুপের বক্তারা গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক জিয়াসহ সকল নেপথ্যের পরিকল্পনাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি করেন। এছাড়া বক্তারা বাংলাদেশের প্রচলিত আইনে তারেক জিয়া-খালেদা জিয়ার উত্তরসূরীরা যে নারকীয় ঘটনা ঘটনার সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদন্ড কার্যকর দাবি জানান।