কামাল সিদ্দিকী: নিখোঁজের ৩ দিন পর সোমবার সকালে পাবনার একটি বিল থেকে এক প্রতিবন্ধি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের রুহুল আমিন (৩০) সদর উপজেলার দোগাছি ইউনিয়নের দোপকোলা গ্রামের আব্দুল মান্নান ফকিরের ছেলে।
পুলিশ, নিহতের স্বজন ও এলাকাবাসীরা জানায়, গত শনিবার দোপকোলার বিলে বোনের সাথে শাক-সবজি তুলতে যায় রুহুল আমিন। ছোট বোনকে সে বাড়িতে পাঠিয়ে দিলেও সে আর বাড়ি ফিরে আসেনি। বাড়ির লোকজন অনেক খোজা- খুজি করে না পেয়ে সদর থানায় সাধারন ডায়েরি করে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় বিলের মধ্যে ভাসমান অবস্থায় সোমবার লাশটি উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশের সনাক্ত করেছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। তবে ছেলেটি প্রতিবন্ধি ছিল বলে পরিবারের কাছ থেকে জেনেছি। থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।