শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে সমাজসেবা অধিদপ্তরের বৃত্তি পেয়ে মহাখুশি ১৭১ শিক্ষার্থী

রায়পুরে সমাজসেবা অধিদপ্তরের বৃত্তি পেয়ে মহাখুশি ১৭১ শিক্ষার্থী

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরে এ মহামারি করোনার সময় সমাজসেবা অধিদফতরের অধীনে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বৃত্তির টাকা পেয়ে মহাখুশি ১৭১ শিক্ষার্থী । সোমবার (২৩ আগষ্ট) সন্ধায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের এ চেক বিতরন করেন লক্ষ্মীপুর-২ আসনে (রায়পুর) সাংসদ এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

তাদের মধ্যে-প্রাথমিক বিদ্যালয়ের জনপ্রতি শিক্ষার্থী-৭০০ টাকা, মাধ্যমিকে- ৮০০ টাকা, উচ্চ মাধ্যমিকে- ১০০০ টাকা, উচ্চতরে- ১২০০ টাকা মাসিক হারে ১৭১ শিক্ষার্থীর মাঝে সর্বমোট ১৫ লক্ষ ২০ হাজার ৪ শত টাকার চেক বিতরণ হয়।

সোমবার দিনব্যাপী রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরীর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

সভায় বক্তব্য রাখেন, মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি ইসমাইল খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডঃ মারুফ বিন জাকারিয়া, সহকারি কমিশনার ভুমি আকতার জাহান সাথী, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বাহারুল আলম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ শরিফ হোসেন, ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র, প্রেসক্লাব সভাপতি মাহবুব আলম মিন্টুসহ ১৭ দপ্তরের-প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দসহ অন্যান্য সদস্য প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments