বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে মোবাইল চোর আটক, ৬টি মোবাইল উদ্ধার

সাঁথিয়ায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে মোবাইল চোর আটক, ৬টি মোবাইল উদ্ধার

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে শুকুচাঁদ(২২) নামে একজন মোবাইল চোরকে আটক করেছে থানা পুলিশ। তার স্বীকারোক্তি মোতাবেক ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

থানা সূত্রে জানাযায় বুধবার সন্ধ্যার দিকে আতাইকুলা থানা নিয়ন্ত্রিত আতাইকুলা বাজারে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ দেখে পাশ^বর্তী বেড়া উপজেলার শেখ পাড়া গ্রামের আরিফুল ইসলামের ছেলে শুকুচাঁদ(২২)কে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ ফোর্স পাবনা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভিভো, আইটেল, অপ্পো সহ বিভিন্ন ব্যান্ডের ৬টি মোবাইল ফোন উদ্ধার করে। চোরাই মোবাইল ক্রেতা ৬জনকে জিজ্ঞাসা বাদের জন্য থানায় নিয়ে আসা হয়। আতাইকুলা থানার অফিসার ইনচার্জ(ওসি)জালাল উদ্দিন বলেন এ ব্যাপারে থানায় চুরি মামলা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে মোবাইল চোর শুকচাঁদকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান,সিসি ক্যামেরা স্থাপনের পর এটাই প্রথম সাফল্য।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments