শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাভূঞাপুরে মুক্তিযুদ্ধ ও ফোকলোর বিষয়ক গবেষক-লেখক ও শিক্ষক ‘শফিউদ্দিন তালুকদারের স্মরণসভা’

ভূঞাপুরে মুক্তিযুদ্ধ ও ফোকলোর বিষয়ক গবেষক-লেখক ও শিক্ষক ‘শফিউদ্দিন তালুকদারের স্মরণসভা’

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে মুক্তিযুদ্ধ ও ফোকলোর বিষয়ক গবেষক-লেখক, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক শফিউদ্দিন তালুকদারের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে ভূঞাপুর সম্মিল্লিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে ইবরাহীম খাঁ সরকারি কলেজ মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়। এসময় সম্মিল্লিত সাংস্কৃতিক জোটের সভাপতি জলিল আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। বিশেষ অতিথি ছিলেন- নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার, অধ্যাপক শংকর দাশ, কলেজ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখা’র সভাপতি অধ্যাপক আজহার আলী, নিখিল চন্দ্র বসাক, শফিউদ্দিন তালুকদারে স্ত্রী কল্পনা পারভীন। আলোচক ছিলেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপাধ্যক্ষ গোলাম রব্বানী রতন, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহ, অধ্যক্ষ হাসান আলী সরকার, ছড়াকার শাজু রহমান, অধ্যাপক মো.জাহিদুল ইসলাম মোস্তফা, অধ্যাপক আনোয়ারুল ইসলাম পাপ্পু, সাংবাদিক আখতার হোসেন খান, অধ্যাপক মশিউর রহমান, গবেষক মামুন তরফদার, হাসান ছরোয়ার লাভলু, হারুন অর রশিদ হিটলার, অধ্যাপক আলী রেজা, সাংবাদিক আব্দুল লতিফ তালুকদার, ফরমান শেখ, কায়সার হোসেন খান, প্রমূখ। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অঙ্গ সাংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গ প্রকাশ, গত ৪ আগস্ট বুধবার সকাল ৬ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি টাঙ্গাইল সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments