শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাসোনারগাঁওয়ে হেফাজত কাণ্ডের মামলায় জামিন পেলেন জাতীয়পার্টির নেতাকর্মীরা

সোনারগাঁওয়ে হেফাজত কাণ্ডের মামলায় জামিন পেলেন জাতীয়পার্টির নেতাকর্মীরা

গিয়াস কামাল: নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে মামুনুল হক কান্ডে রয়েল রির্সোটে হামলা ও ভাংচুরের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন সোনারগাঁও জাতীয়পার্টির সাধারণ সম্পাদকসহ ২০ জন নেতাকর্মী।

বুধবার হাইকোর্টে জামিন সংক্রান্ত আবেদনের শুনানি শেষে মহামান্য হাইকোর্টের বিচারপতি হাবিবুল গনি এবং বিচারপতি মোঃ রিয়াজ উদ্দিন খান কর্তৃক গঠিত বেঞ্চ এই জামিন আবেদন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত নেতারা হলেন, সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সহ সভাপতি মুক্তার হােসেন, পিরোজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলমগীর কবির মেম্বার, জাতীয় পার্টি নেতা ফজলুল হক মাস্টার, শহীদ সরকার, মান্নান মেম্বার, রাসেল, ওমর ফারুক টিটু, ও মোঃ আব্দুল্লাহসহ ২০ নেতাকর্মী। আসামী পক্ষের আইনজীবি এডভোকেট জেড আই খান পান্না, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট কাজল ও এডভোকেট মাহবুবুর রহমান খান জামিন আবেদনে অংশ নেন। এডভোকেট জেড আই খান পান্না বলেন, হেফাজত কান্ডের ঘটনায় মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ভাবে নেতাকর্মীদের হয়রানী করার উদ্দেশ্যে এ মামলাগুলো করা হয়। এরপর সোনারগাঁও উপজেলা সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবালসহ ২০ জনের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments