বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক তরুণী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় ওই তরুণীর পরিবার তার প্রেমিকের বিরুদ্ধে মামলা করেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ওই তরুণীর মরদেহ উদ্ধার করেছে। নিহতের নাম নুসরাত জাহান ফারহানা (১৯)। তিনি বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডার্ন হাসপাতালসংলগ্ন বিসমিল্লাহ মঞ্জিলের ভাড়াটিয়া ওমর ফারুকের মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাসার সিলিংফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ফারহানা। পরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের মা সাজেদা আক্তার বাদী হয়ে মেয়ের প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলা করেছেন।
অভিযুক্ত প্রেমিক জহিরুল ইসলাম তৌসিফ (২৮) বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. সিরাজের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, নিহত তরুণীর মা বাদী হয়ে মেয়ের প্রেমিকের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।