বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে প্রায় দুই বছরের পুরোনো আত্মহত্যাকারী এক নারীর দেহাবশেষ চুরির অভিযোগ পাওয়া গেছে।
শনিবার রাতে উপজেলার চরকালেখান ইউনিয়নের চরকালেখান আমতলা এলাকায় সবুজ সরদারের বাড়িতে এই ঘটনা ঘটে। গতকাল রোববার সকালে ওই কবরটি খোড়া, কাফনের কাপড় এবং পাশে জুতা পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, ভ- ফকিরের প্রতারণার শিকার হয়ে কেউ এই কাজ করে থাকতে পারে। বিভিন্ন এলাকায় অপপ্রচার রয়েছে যে, আতœহত্যাকারী নারীর হাড় দিয়ে জাদুটোনা, ফকিরি তদবির দেওয়া হয়। সবুজ সরদার জানান, তার মেয়ে মীম প্রায় দুই বছর আগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনার পরে রীতি অনুযায়ী দাফন করা হয়। দীর্ঘ দিন ধরে ওই কবরটি অক্ষত ছিলো। শনিবার রাতে কে বা কাহারা কবর খুড়ে তার মেয়ের হাড়-গোর চুরি করে নেয়। রোববার সকালে কবরটি খোড়া এবং পাশে জুতা ও কাফনের কাপড় দেখে চুরির বিষয়টি জানতে পারেন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম মাকসুদুর রহমান জানান, কবর থেকে দেহাবশেষ চুরির বিষয়টি রহস্যজনক। বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।