এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ায় মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৩ নং লালুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি মো.আব্বাস গাজী সহ সকলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানী মূলক মামলা প্রত্যাহারের দাবীতে রবিবার শেষ বিকেলে ৩ নং লালুয়া ইউনিয়নের শনিবাড়িয়া বাজার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, লালুয়া ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি তারিকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক ফোরকান প্যাদা সহ অন্যান্যরা। বক্তারা ৩নং লালুয়া ইউনিয়নের আওয়ামীলীগের ৮নং ওয়ার্ডর সভাপতি মো. আব্বাস গাজী সহ সকলের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানী মূলক মামলা প্রত্যাহার করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মানববন্ধনে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।