জয়নাল আবেদীন: রংপুরের কাউনিয়ায় ঘরের দেয়াল ধসে আয়শা সিদ্দিকা নামে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হারাগাছের সারাই ইউনিয়নের খানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আয়শা সিদ্দিকার বাবা স্কুলশিক্ষক নুরুল ইসলাম । এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জানা গেছে, দুই মাস ধরে খানবাড়ি এলাকার একটি পুরাতন বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করে আসছিলেন স্কুলশিক্ষক নুরুল ইসলাম। রোববার রাতে ঘরের পার্টিশনের দেয়ালটি হঠাৎ ধসে পড়ে। এ সময় শিশু আয়শা দেয়ালের নিচে চাপা পড়ে তাৎক্ষনিক মৃত্যু হয়।