তাবারক হোসেন আজাদ: সাংবাদিক কাজল কায়েসের মা আশরাবের নেছা (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাহির রাজিউন)। মঙ্গলবার রাত দেড়টার দিকে নোয়াখালীর প্রাইম হাসপাতালে বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীনবস্তায়-শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কাজল কায়েস দৈনিক কালের কন্ঠ ও জাগোনিউজের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি। মরহুমা মৃত্যুকালে দুই ছেলে, তিন মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার সকাল ১১টার সময় রায়পুর পৌরসভার উত্তর দেনায়েতপুর এলাকায় মরহুমার নামাজের জানাযা নিজ বাড়িতে অনুষ্ঠানের পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সাংবাদিকের মায়ের মৃত্যুতে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও সদর আসনের এমপি একেএম শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, লক্ষ্মীপুর জজ আদালতের পিপি জসিম উদ্দিন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভুলু শোক প্রকাশ করেছেন।