বাংলাদেশ প্রতিবেদক: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন(বিএসটিআই) ময়মনসিংহ বিভাগীয় আফিসের উদ্দ্যোগে স্থানীয় জেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ ১৪ অক্টোবর বৃহস্পতিবার বিশ্ব মান দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক একেএম গালিভ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জনাব মোঃ শফিকুর রেজা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে ক্যাব ময়মনসিংহের সভাপতি জনাব মোঃ আবুল কাসেম, চেম্বার সভাপতি জনাব মোঃ আমিনুল হক শামীম সিআইপি।স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক জনাব সঞ্জয় কুমার সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন বিএসটিআইয়ের ল্যাব সহকারী মোঃ ওবায়দুল হক ও সহযোগিতায় ছিলেন সহকারী পরচিালক মোঃ মোস্তাক আহম্মদে সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মানে – মান প্রতিপাদ্য বিষয় নিয়ে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিল্প উদ্যোক্তা সাংবাদিকসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।