শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাকেন্দুয়ায় শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কেন্দুয়ায় শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

হুমায়ুন কবির: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর বঙ্গবন্ধুর স্মৃতি-বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড থেকে সেদিনের অবুঝ শিশু শেখ রাসেলও রেহাই পাননি।

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা সেদিন বঙ্গবন্ধুর উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাই নরপশুরা নিষ্পাপ শিশু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেলকেও রেহাই দেয়নি।

সেই ছোট ছেলে শেখ রাসেলের ১৮ অক্টোবর ৫৭তম জন্মদিন উদযাপন উপলক্ষে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা প্রশাসন কর্তৃক প্রস্তুতিমূলক সভায় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৪অক্টোবর) উপজেলা প্রশাসনের হলরুমে প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মইনউদ্দিন খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-নেত্রকোণা ৩- কেন্দুয়া-আটপাড়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.নূরুল
ইসলাম,পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক মো.আসাদুল হক ভূঞা,সদ্য যোগদানকারী উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) রাজীব হোসেন, কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ প্রমুখ।

এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা,আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments