শুক্রবার, মে ৩, ২০২৪
Homeসারাবাংলাচৌমুহনীতে মন্দির ও মন্ডপে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৬

চৌমুহনীতে মন্দির ও মন্ডপে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৬

বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালীর চৌমুহনীতে মন্দির ও মন্ডপে হামলার ঘটনায় আরও ৬ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে বেগমগঞ্জ ও কবিরহাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা এবং র‌্যাব-১১ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে পূজা মন্ডপ ও মন্দিরে হামলার ঘটনায় রুজুকৃত মামলায় জড়িত আরো ৬ আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, জালাল উদ্দিন জুয়েল (১৯), মো.বেলাল হোসেন (৫৫) মো. হেলাল (২৫) বাহারুল আলম সুমন (৪২) মো.আরিফ (২১) ও মো.আব্দুর রহিম (৪০)।

পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম আরো জানান, বেগমগঞ্জ থানায় গত ১৮ অক্টোবর দায়েরকৃত মামলার তিন আসামিকে আজ বৃহস্পতিবার দুপুরে প্রত্যেককে ৩দিনের করে রিমান্ড মঞ্জুর করেছে নোয়াখালীর অতিরিক্ত চিফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তারের আদালত। রিমান্ড মঞ্জুরকৃত আসামিরা হলো, সোহরাব হোসেন (৩৩) হারুনুর রশীদ (৪৫) মো.মনু (৩৩)।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments