মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাশীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগর

শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগর

আহাম্মদ কবির: শীতের আগমনের পদধ্বনিতে প্রকৃতি সেজে উঠেছে নতুন আমেজে। শীতের বুড়িটা কোন কোন এলাকায় জেঁকে বসার প্রস্তুতিও নিচ্ছে জোরেসোরে। মৌসুমি বায়ু বিদায় নিয়েছে।বাসাতে শুষ্কতার ছোয়া। দুয়ারে কড়া নাড়ছে শীত।কাক ডাকা ভোরে গাছপালা ও ঘাসের সবুজ গালিচায় মুক্তাবিন্দুর মতো শিশির পড়তে শুরু করেছে। হেমন্তের হিমেল হাওয়ায় জানান দিচ্ছে শীত আসছে। সাধারণ মানুষ শীত জেকে বসার আগেই লেপ-তোষক তৈরির প্রস্তুতি শুরু করায়,সুনামগঞ্জের তাহিরপুর হাওরাঞ্চলের বিভিন্ন হাটবাজারে পাড়া-মহল্লায় লেপ-তোষক তৈরির কারিগররা এখন ব্যস্ত সময় পার করছে।

শীত মৌশুমের শুরুতেই দিনের বেলা কিছুটা গরম থাকলেও মধ্যরাতে ঠান্ডা বা শীত অনুভুত হয়। গত কয়েকদিন যাবত শেষ রাতে হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করছে। দিন দিন ঠান্ডা বাড়তেই থাকবে। আর এ কারনে আগে থেকেই লেপ তোষকের কারিগররা গ্রামে গ্রামে ছোটে চলছে লেপ-তোষক তৈরি করতে।আর নতুন লেপ-তোষক অর্ডার বা পুরনোগুলো মেরামত করাচ্ছে ক্রেতারা।

সরেজমিনে সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর এলাকার বিভিন্ন গ্রাম বা হাটবাজারে ঘুরে দেখা গেছে, কনকনে শীত জেকে বসার আগেই তা মোকাবেলা করার জন্য অধিকাংশ হাট বাজারের লেপ তোষকের কারিগর ও পাড়া-মহল্লার মানুষ বাড়িতে বাড়িতে লেপ-তোষক তৈরি করছে। দিন যতই গড়াচ্ছে শীত ততই বেশি পড়ার আশংকায় বিভিন্ন গ্রামের মানুষেরা নতুন নতুন লেপ তৈরি করছে এবং পুড়নো লেপ-তোষক মেরামত করছে ।লেপ তৈরির কারিগররা শীতের সাথে পাল্লা দিয়ে লেপ-তোষক তৈরিতে হিমশিম খাচ্ছে।লেপ-তোষক অর্ডার দিতে আশা মানুষের তারাহুরার ও ক্রেতাদের উপস্থিত আর কারিগরদের ধনুক দিয়ে তুলা ফাটানোর সরগরমেই যেন বলে দিচ্ছে লেপ-তোষক তৈরির ধুম পড়েছে।

উপজেলার টাঙ্গুয়ার হাওর এলাকার জয়পুর,ছিলানী তাহিরপুর,গোলাবাড়ি, মন্দিয়াতা,শ্রীয়ারগাও,সহ বিভিন্ন গ্রামে লেপ-তোষক তৈরির কারিগররা লেপ-তোষক তৈরি করার জন্য ইঞ্জিন চালিত নৌকা নিয়ে গ্রামে গ্রামে ছোটে চলছে এবং ব্যস্ততা বেড়েছে আগের তুলনায় অনেক গুণ।

উপজেলার হাওরাঞ্চলে হালকা হালকা ঠান্ডা বাতাস ও কুয়াশা পড়তে শুরু করেছে সর্বত্র। দিনে সূর্যের আলো থাকলেও সন্ধ্যায় হালকা কুয়াশা পড়ছে।

টাঙ্গুয়ার হাওর এলাকার জয়পুর নতুন হাটিতে লেপ-তোষক তৈরি করতে আসা কারিগর সাদ্দাম হোসেন এর সাথে কথা হলে ক্রেতারা নিজ নিজ পরিবারের জন্য লেপ-তোষকসহ শীতবস্ত্র বানাতে দিচ্ছেন ও অনেকেই আবার বানিয়ে নিয়েছেন। তবে লেপ-তোষক তৈরির কাঁচামাল তুলা ও কাপড়ের দাম একটু চড়া।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments