বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলামেসের বাথরুম থেকে ডুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

মেসের বাথরুম থেকে ডুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

সুমন গাজী: গাজীপুর মহানগরের ভুরুলিয়া এলাকার এক মেসের বাথরুম থেকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)’র এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত আবু জিহাদ মন্ডল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার সমসপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি ডুয়েটের সিভিল প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। জিহাদ মহানগরের পশ্চিম ভুরুলিয়া ছায়াতরু মীরবাড়ি মেসে ভাড়া থাকতেন।

জিএমপি’র সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বলেন, আবু জিহাদ মন্ডল লেখাপড়া নিয়ে বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বেলা সাড়ে ১১টার এগারোটার দিকে গোসল করার জন্য জিহাদ গামছা নিয়ে মেসের বাথরুমে প্রবেশ করেন। এর কিছু সময় পর তার জুনিয়র ডুয়েট’র সিএসই বিভাগের ছাত্র আব্দুল হালিম বাথরুমের সামনে গিয়ে দেখতে পায় আবু জিহাদ মন্ডল গলায় গামছা দিয়ে বাথরুমের ভেন্টিলেটরের সাথে ঝুলে আছে। পরে অন্য ছাত্ররা গিয়ে আবু জিহাদ মন্ডলকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কশিমনার মো. জাকির হাসান জানান, নিহতের বাবা-মা তাকে গ্রামের বাড়িতে নিতে এসেছিলেন। মৃত্যুর আগে শুক্রবার সকালে তারা ওই হোস্টেলেই অবস্থান করছিলেন। তবে আত্মহত্যার প্রকৃত কারণ কি তা খতিয়ে দেখা হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments