বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলা১৪ দিন পর উদ্ধার হলো ফেরি আমানত শাহ

১৪ দিন পর উদ্ধার হলো ফেরি আমানত শাহ

বাংলাদেশ প্রতিবেদক: অবশেষে ১৪ দিন পর উদ্ধার হলো মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে কাত হয়ে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ। ফেরির ভেতরে ছিদ্রগুলো মেরামতের কাজও শুরু করেছেন উদ্ধারকর্মীরা।

দুর্ঘটনার ৫ দিন পর থেকে ৯ দিনের চেষ্টায় ফেরিটি উদ্ধার করেছে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ।

জেনুইন এন্টারপ্রাইজের কর্ণধার বদিউল আলম অভিযোগ করেন ফেরিটি উদ্ধারে বিআইডব্লিউটিসির এখন পর্যন্ত কোন সহযোগিতা পাননি। এছাড়া ফেরির ভেতর থাকা টাকাসহ অন্যান মালামাল কর্তৃপক্ষ বুঝে না নেয়ায় প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সম্ভব হচ্ছে না।

তিনি জানান, ফেরিটি উদ্ধারে প্রাথমিক কাজ শেষ হয়েছে। তবে ফেরিটি ভাসানোর জন্য এর ভিতরের প্রায় একশো ছিদ্র মেরামত করা হচ্ছে। সোমবার পর্যন্ত ৩০টি ছিদ্র মেরামত করা হয়েছে। মঙ্গলবার বাকি ছিদ্রগুলো মেরামত শেষে ফেরিটি ভাসানো হবে। দুইদিন পরীক্ষা নিরীক্ষা শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেরিটি বুঝিয়ে দেয়া হবে।

গত ২৭ অক্টোবর সকাল সাড়ে ৯টায় রাজবাড়ির দৌলতদিয়া থেকে আসার পর মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের পাঁচ নম্বর ঘাট এলাকায় ১৮টি গাড়িসহ কাত হয়ে ডুবে যায় রো রো ফেরি আমানত শাহ। চারদিনের অভিযানে ফেরিতে থাকা গাড়িগুলো উদ্ধার হলেও ফেরিটি উদ্ধারে বিলম্ব হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments