শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাবন্যায় পানি উন্নয়ন বোর্ডের ৫ কিলোমটিার বাঁধের ক্ষতি, ১০ কোটি টাকা বরাদ্দ...

বন্যায় পানি উন্নয়ন বোর্ডের ৫ কিলোমটিার বাঁধের ক্ষতি, ১০ কোটি টাকা বরাদ্দ নিয়ে সংবাদ সম্মেলন

জয়নাল আবেদীন: তিস্তা নদীতে অতীতের সব রেকর্ড ভেঙ্গে গত ২১ অক্টোবর পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। নিয়ম অনুয়ায়ী ভারতের পক্ষ থেকে ১৫ অক্টোবরের পরে গজলডোবা থেকে পানি ছাড়া হয়না। কারণ তখন নদীতে পানি থাকেনা। কিন্তু ভারতে আকস্মিক বন্যা হওয়ায় উজানের ঢলের বিষয়ে আগাম কোন বার্তা পাওয়া যায়নি। ফলে পানি উন্নয়ন বোর্ডের ফ্লাড বাইপাস বাঁধসহ বিভিন্ন প্রায় ৫ কিলোমিটার বাঁধের ব্যাপক ক্ষতি হয়। এতে পানি উন্নয়ন বোর্ডের ক্ষতি হয়েছে ১০ কোটি টাকার বাঁধ।

বুধবার দুপুরে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলীয় প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ। তিনি বলেন, অতীত তিস্তা কখনো এত পানি বহন করেনি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারিরা তৎপর হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমান কিছুটা কমিয়ে আনা সম্ভব হয়েছে। বন্যার পরপরই পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরুপন করেন। বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে জরুরী ভিত্তিতে ১০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান প্রধান প্রকৌশলী । তবে ১ কোটি টাকার মধ্যে প্রকৃত কতকোটি টাকা খরচ হবে তা তিনি সাংবাদিকদের জানাননি । প্রধান প্রকৌশলী বলেন ওই টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত বাধ মেরামতের কাজ চলছে। আকস্মিক বন্যায় তিস্তা নদী বেস্টিত রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে জমির ফসল, বসতভিটা, পুকুরের মাছসহ বেশকিছু বসতঘরও নদীতে ভেসে যায়। ওই দিনের বন্যায় রংপুর বিভাগের ৩ জেলায় ৫ কোটি টাকার ৪শ০৩ মেট্রিক টন পুকুরের মাছ ও ৩৭ লাখের বেশি মাছের পোনা ভেসে গেছে। এছাড়া ৮ হাজার হেক্টরের বেশি জমির ধানসহ অন্যান্য ফসল পানিতে তলিয়ে যায়। উল্লেখ্য গুটি কয়েক সাংবাদিক নিয়ে অনেকটা গোপনে সংবাদ সম্মেলন করায় রংপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী বিষয়টি জেনে প্রধান প্রকৌশলীকে ব্যাখ্যা জানতে চাইলে তিনি পরে আরো সাংবাদিকদের সংবাদ সম্মেলনে যুক্ত হওয়ার অনুরোধ জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments