শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

লক্ষ্মীপুরে ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরে উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার রাত ৮টার সময় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উদমারা গ্রামের সর্দার ষ্টেশান নামক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আহতদের ৫ জনকে রায়পুর সরকারি হাসপাতাল এবং বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তিরত আহতরা হলো, সুমন হোসেন বয়স-(৩৫), মোঃ তেীহিদ (৫২), মোঃ সেলিম -(৪০), নুর মোহাম্মদ -(৫৫) ও মাইন উদ্দিন (৫০)। আহত অন্যদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

ঘটনাস্থলের কয়েক প্রত্যক্ষদর্শী জানান, ‘২৮ নভেম্বর ৩য় ধাপে রায়পুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে সদস্য পদে মোড়গ প্রতীকের প্রার্থী আবদুর রব.। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিউবওয়েল প্রতীকের মোঃ মাইনুদ্দিন । মাইনুদ্দিন তার সমর্থকদের নিয়ে এলাকায় নির্বাচনী প্রচারনা বের করেন। সে সময় প্রার্থী আবদুর রবের এক সমর্থকের মধ্যে কথাকাটাকাটি হলে এক পর্যায়ে দু’দলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়া এবং এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেসময় রামদা ও লাঠি নিয়ে দুই পক্ষের আনুমানিক ১৫ জন আহত হন।
সংঘর্ষে আহতদের রায়পুর হাসপাতাল এবং প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।

রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, ঘটনা শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত রাখা হয়েছে।’এই বিষয়ে এখন পর্যন্ত দুই পক্ষের কেউ কোনো অভিযোগ কিংবা কোনো ধরনের মামলা করেননি। যদি কেউ কোনো অভিযোগ অথবা মামলা করেন আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’

এ বিষয়ে আবদুর রব মুঠোফোনে বলেন, ‘মাইনুদ্দিনের লোকেরা তুচ্ছ ঘটনায় আমার সমর্থকদের ওপর হামলা করেছেন। নির্বাচনে তিনি আমার সমর্থকদের বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছেন।। আমার কয়েকজন লোক হাসপাতালে ভর্তি আছে।

জানতে চাইলে মোঃ মাইনুদ্দিন বলেন, ‘নির্বাচন প্রচারনার সময় তারা আমার সমর্থকদের মারধর করেছে। তাই জনসাধারণ ক্ষুব্দ হয়ে জড়ো হয়েছিল। তারা সেখানেও হামলা করেছে। আমার সমর্থকদের মধ্যে যারা আহত হয়েছেন তাদের রায়পুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রির্টানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments