শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলামুজিব শতবর্ষ ও বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীতে রংপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মুজিব শতবর্ষ ও বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীতে রংপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

জয়নাল আবেদীন: মুজিব শতবর্ষ, বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীতে রংপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তারা বলেছেন ডিসেম্বর মাস মানেই বিজয়ের মাস । এই মাসে আমরা মুক্তি অর্জন করেছি।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সগ্রাম মুক্তির সংগ্রাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন পৃথিবীর শ্রেষ্ট নেতা ছিলেন। আমরা গর্ববোধ করি। শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যাদের হাত ধরে আজ দেশ বিজয় অর্জন করেছে। তাদের ঋণ কোন ভাবেই শোধ করার মতো না। ভাতা দিয়ে, বাড়ি দিয়ে, চাকুরীর কোটা দিয়ে এই ঋণ শোধ হবে না। বুধবার দুপুরে রংপুর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রংপুর জেলা ও মহানগর কমান্ড কাউন্সিল এই অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রংপুর মহানগরের সভাপতি হাজী বেলাল হোসেনের সভাপতিতে অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম। উদ্বোধন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তার সংসদ কেন্দ্রেীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোলায়মান মিয়া। বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর যুগ্ম মহাসচিব সুশান্ত ভৌমিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলার কমান্ড, সাবেক কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবুল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর মহাসচিব শফিকুল ইসলাম বাবু, যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান আসাদ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রংপুর মহানগর কমান্ড কাউন্সিল এর সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ। এর আগে নগরিতে বর্ণাঢ্য র‌্যালি বের হয় । র‌্যালিটি নগরির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments