শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাতাহিরপুরে নারী নির্যাতন বন্ধে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

তাহিরপুরে নারী নির্যাতন বন্ধে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

আহাম্মদ কবির: নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি, এই স্লোগান কে সামনে রেখে সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় নারী নির্যাতন বিরোধ ১৬দিন ব্যাপী অরেঞ্জ ক্যাম্পেইন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বন্যার্ঢ র‍্যালী শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ ডিডিএলজি জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ডিএফ মোঃ নজরুল আলম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ আলাউদ্দীন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা প্রকৌশলী মোঃ ইকবাল কবির,উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,উপজেলা কৃষি সম্প্রসারন কমকর্তা আবু মোঃ সালেহ উদ্দিন,উপজেলা নির্বাচন কমকর্তা মনজুর আলম,উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা শহীদুল ইসলাম,তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন,দক্ষিণ শ্রীপুর পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত,দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহার আলী,সাংবাদিক আবুল কাশেম,সাংবাদিক রোকন উদ্দিন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। এসময় বাল্য বিবাহ,যৌন হয়রানি বা নারী বা শিশু নির্যাতন হতে না দেওয়ার বিষয়ে উপস্থিত সকলেই শপথ গ্রহণ করেন।এবং মা, বোন, মেয়ে ও কন্যা শিশুদের প্রতি যেকোনো ধরণের সহিংসতা বা নির্যাতন হতে দেখলে সাথে সাথে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজ, সাংবাদিক ও প্রশাসনের সহায়তা নিয়ে তা প্রতিরোধ করার জন্যও উপস্থিত সকলেই প্রতিজ্ঞা করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments