বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
Homeসারাবাংলাহলুদের চাদরে মোড়ানো দিগন্ত ফসলের মাঠ

হলুদের চাদরে মোড়ানো দিগন্ত ফসলের মাঠ

আহাম্মদ কবির: সবুজ শ্যামল ও ষড়ঋতুর এই দেশের গ্রামাঞ্চল ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভিন্ন ভিন্ন রূপে দেখা দেয় আমাদের প্রকৃতি। ঋতুবৈচিত্র‍্যের এ খেলার ধারাবাহিকতায় মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রংচি গ্রামের পাশে টাঙ্গুয়ার হাওর পারে, হলুদের চাদরে মোড়ানো যেন দিগন্ত ফসলের মাঠ।সরিষা ফুলের নয়নাভিরাম এমন দৃশ্য সত্যি যে কারোই মনকে ভরিয়ে দেবে।

মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর পাড়ের রংচি গ্রামে ঘুরতে গিয়ে এমন দৃশ্য চোখে পড়লো ক্ষেতের পর ক্ষেত হলদে রঙের সরিষা বাগান। এ এলাকার প্রায় মাঠজুড়ে সে আভায় আকৃষ্ট হয়ে মৌমাছির দল ঝাঁকে ঝাঁকে আসছে মধু আহরণে।প্রকৃতির অমোঘ সৃষ্টিতে অপরুপ সেই দৃশ্য দেখলে চোখ-মন দুই-ই জুড়ায়।শীতের শেষ বিকালে নরম রোদ যখন সরিষা ক্ষেতের ওপর খেলে যায় তখন চারপাশের প্রকৃতি আরও সুন্দর ও উজ্জ্বল হয়ে ওঠে। হেমন্তের এই সময়ে সরিষা ক্ষেত যেন গ্রাম-বাংলার রূপকে আরও বেশি অপরূপ করে তোলে। মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের প্রতিটি এলাকায় কমবেশি সরিষার আবাদ হয়ে থাকে।স্থানীয় কৃষাণীরা এখন সকাল -বিকাল সরিষা ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে।সংশ্লিষ্টরা জানান এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ফসল অন্য বছরের তুলনায় ভা হবে।

সোমবার বিকেলে টাঙ্গুয়ার হাওরের পশ্চিম পাড়ে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে সরেজমিনে গিয়ে দেখা যায়,এই এলাকার বেশিরভাগ ফসলের মাঠেই এখন সরিষার চাষ হচ্ছে। সরিষা গাছের হলুদ ফুলে উড়ে বেড়াচ্ছে ঝাঁকে ঝাঁকে কীটপতঙ্গ,যার মধ্যে রয়েছে মধু আহরণকারী মৌমাছিও। এবং কৃষক – কৃষাণীরা তাদের খেতে আগাছা পরিষ্কার করছিলেন।

এ ব্যাপারে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রংচি গ্রামের শালিসি ব্যাক্তি কৃষক আব্দুল হাই বলেন এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ফসল অন্য বছরের তুলনায় ভাল হবে বলে আমরা আশাবাদী।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments