বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলানারায়ণগঞ্জে বাস-ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪

নারায়ণগঞ্জে বাস-ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪

বাংলাদেশ প্রতিবেদক: নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে লেভেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কায় আহত আরেক ব্যক্তি সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

নিহত মেজবাহ উদ্দিন (৬৫) হিমাগারের কর্মচারী ও নারায়ণগঞ্জ বন্দরের বাসিন্দা।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

রোববার সন্ধ্যায় নগরীর নবাব সিরাজদৌল্লাহ সড়কের কাছে ১ নম্বর রেলগেট এলাকায় যানজটের কারণে আনন্দ পরিবহনের একটি বাস ১০ থেকে ১৫ জন যাত্রী নিয়ে লেভেল ক্রসিংয়ে আটকা পড়ে। এ সময় নারায়ণগঞ্জগামী একটি ট্রেন বাসটিকে ধাক্কা দিয়ে প্রায় এক মিটার দূরে টেনে নিয়ে যায়। এতে তিনজন মারা যান এবং অন্তত ২০ জন আহত হন।

আহতদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে এবং ছয়জনকে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে (নিটোর) পাঠানো হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments