শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলানোয়াখালীতে দুর্লভ প্রজাতির শকুন অবমুক্ত

নোয়াখালীতে দুর্লভ প্রজাতির শকুন অবমুক্ত

বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালীর সুবর্ণচরে দুর্লভ প্রজাতির একটি শকুন অবমুক্ত করেছে উপজেলা বন বিভাগ। অবমুক্ত করা শকুনটি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচারের লাল তালিকাভুক্ত।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ চত্তরে শকুনটি অবমুক্ত করা হয়।
স্থানীয় বান্দিন্দা রাজু জানান, গত সোমবার (২০শে ডিসেম্বর) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের হাজি ইদ্রিস বাজারের পাশে অসুস্থ অবস্থায় শকুনটিকে উদ্ধার করে এলাকাবাসী। এরপর স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় উপজেলা প্রাণী সম্পদ অফিসে শকুনটিকে প্রেরণ করা হয়। পরে উপজেলার চর আলাউদ্দিন রেঞ্চের কর্মকর্তা মো. আলমগীর হোসেন ৮দিন চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলে শুকুনটিকে অবমুক্ত করে।

এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতি সর্ববিদ্যা, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. কাউসার আহমেদ, সুবর্ণচর উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments