মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলামুলাদীতে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মুলাদীতে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পাওনা টাকা চাওয়ায় নাজিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান শরীফ রামারপোল গ্রামের রফিকুল ইসলাম ভুইয়ার ছেলে বেল্লাল হোসেনের মোটরসাইকেল ছিনিয়ে নেন।

গত ২৬ ডিসেম্বর রাত ১টার দিকে রামারপোল নতুনহাটে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বেল্লাল হোসেন বাদী হয়ে ২৭ ডিসেম্বর রাতে মুলাদী থানায় অভিযোগ দিয়েছেন। বেল্লাল হোসেন জানান, রামারপোল গ্রামের মৃত নূর উদ্দীন ভূইয়ার ছেলে বিএম জাকির হোসেন বিভিন্ন সময় আমার ও আমার ভাইয়ের কাছ থেকে ৭৪ হাজার টাকা ধার নেয়। ওই টাকা চাইতে গেলে তারা বিভিন্ন তালবাহান করে। গত ২৬ ডিসেম্বর নাজিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান শরীফ ও বিএম জাকির হোসেন রামারপোল নতুন হাটে আমার ডিস লাইনের দোকানে বিলবোর্ডে ভাঙার মিথ্যা অভিযোগ এনে আমাকে মারধর করে এবং দোকান বন্ধ করে দেয়। এক পর্যায়ে তারা দের লক্ষ টাকা দামের মোটরসাইকেল নিয়ে যায়। নাজিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান শরীফ জানান, রামারপোল নতুন হাটে মারধর কিংবা মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেনি। এব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম মাকসুদুর রহমান জানান, বেল্লাল হোসেনের লিখিত অভিযোগ পেয়েছি। উপপরিদর্শক ইউসুফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments