মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাগোবিন্দগঞ্জে জামানত হারালেন ৪০ চেয়ারম্যান প্রার্থী

গোবিন্দগঞ্জে জামানত হারালেন ৪০ চেয়ারম্যান প্রার্থী

বাংলাদেশ প্রতিবেদক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গত রোববার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১৫টি ইউনিয়নের মধ্যে ১৪টি ইউনিয়নে ৪০ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী মোট প্রদত্ত (জমা পড়া) ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হবে।

যারা জামানত হারিয়েছেন তাদের মধ্যে রয়েছে রাজাহার ইউনিয়নে তিন জন, রাখালবুরুজে তিন জন, নাকাইয়ে চার জন, সাপমারায় পাঁচ জন, শাখাহারে পাঁচ জন, কোচাশহরে তিন জন, দরবস্তে তিন জন, হরিরামপুরে দুই জন, ফুলবাড়ীতে দুই জন, কামদিয়ায় তিন জন, শালমারায় তিন জন, গুমানিগঞ্জে দুই জন, কাটাবাড়ীতে এক জন এবং তালুককানুপুরে এক জন। একমাত্র মহিমাগঞ্জ ইউনিয়নে চার চেয়ারম্যান প্রার্থীর কেউই জামানত হারায়নি।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো: আব্দুল মোত্তালিব বলেন, নির্বাচনের আগে প্রত্যেক চেয়ারম্যান প্রার্থীর জামানত হিসেবে পাঁচ হাজার টাকা করে জমা থাকে। মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলেই তার জামানতের টাকা নিয়মানুযায়ীই বাজেয়াপ্ত হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments