শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাসাতক্ষীরায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ৪ দিনব্যাপী বই মেলার উদ্ধোধন

সাতক্ষীরায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ৪ দিনব্যাপী বই মেলার উদ্ধোধন

জি.এম.মিন্টু: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎযাপন ও জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে সাতক্ষীরায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ৪ দিনব্যাপী বই মেলার উদ্ভোধন করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বই মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি, সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আসাদুজ্জামান বাবু, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ আবুল কালাম আজাদ প্রমুখ। জেলা প্রশাসনের আয়োজনে বই মেলায় ইসলামিক ফাউন্ডেশন, বঙ্গবন্ধু পাঠাগার, বাংলাদেশ শিশু একাডেমি, জেলা প্রশাসন, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী, কথা প্রকাশনী, গ্রন্থ কুঠির,আসাদ বুক ডিপোসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় অর্ধশতাধিক প্রকাশনী বইয়ের স্টল বসান। প্রতিদিন এ মেলায় থাকছে সাংস্কৃতি অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠান। এ মেলা চলবে আগামী ৪ জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments