শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরে নির্মানাধীন বাড়ির লিফটের জলাবদ্ধ গর্তে পড়ে প্রথম শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু

রংপুরে নির্মানাধীন বাড়ির লিফটের জলাবদ্ধ গর্তে পড়ে প্রথম শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু

জয়নাল আবেদীন: রংপুর নগরীর চকবাজার আশরতপুরে নির্মানাধীন বাড়ির লিফটের জলাবদ্ধ গর্তে পড়ে ৮ বছর বয়সী এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত শিক্ষার্থীর নাম মাহাদিন সরকার তানাম ওই শিশিুটি রংপুরের পীরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানুর ছেলে।

আশরতপুরের ক্রিয়েটিভ স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পানি থেকে মৃতদেহ দেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, লিফটের জন্য ওই স্থানটিতে খোঁড়া হয়েছিলএবং সেটি জলাবদ্ধ অবস্থায় ছিল। তানামের বাবা জানান, নগরীর সর্দার পাড়া এলাকায় দীর্ঘদিন বসবাসের পর শুক্রবার সকালে পরিবারসহ আশরতপুরের নতুন এক ভাড়া বাসায় উঠেন। নতুন বাসায় উঠার পর বিকেল থেকেই তানামের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর বাসার নির্মাণাধীন লিফটের হাউজে ভেসে থাকতে দেখা যায়। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।তাজহাট মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে খেলাধুলা করার সময় লিফটের পানি জমানো জায়গায় পড়ে গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments