বাংলাদেশ প্রতিবেদক: ফেনী শহরের তাকিয়া রোডে শুক্রবার রাতে দুজনকে চাপাতি দিয়ে প্রকাশ্যে কুপিয়ে ১৩ লাখ ৯২ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত দুই ব্যক্তি সম্রাট অটো মিলের কর্মচারী।
সম্রাট অটো মিলের মালিক তাজউদ্দিন সম্রাট জানান, শহরের বড় বাজার থেকে পাওনা টাকা সংগ্রহ করে অফিসে ফিরেছিলেন জসিম উদ্দিন ও মিন্টু পাল। রাত ৮টার দিকে পথিমধ্যে তাকিয়া রোডে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা কয়েকজন যুবক তাদের উপর হামলা চালায়। তাদের এলোপাতাড়ি কুপিয়ে ১৩ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারিরা পালিয়ে যায়। আহত জসিম ও মিন্টুকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা হাসপাতাল গিয়ে আহতদের খোজখবর নেন।
সম্রাট আরো জানান, এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।