আহম্মদ কবির: আগামী ৭ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীদের নাম চুড়ান্ত করা হয়েছে।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার তৃতীয় বারের মতো দলীয় প্রতীক নৌকা পেয়েছেন।
দলীয় প্রতীক নৌকা পেয়েছেন বলে ঢাকা থেকে গণমাধ্যম কে নিশ্চিত করেছেন,শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার। তিনি জানান ইতিমধ্যে কেন্দ্রীয়ভাবে ঘোষিত চুড়ান্ত দলীয় মনোনীত প্রার্থীদের তালিকায় তার নাম প্রকাশ করা হয়েছে।
বিশ্বজিৎ সরকার ইতিপূর্বে দুই দুইবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এইবার সহ তিনি তৃতীয় বার আওয়ামী লীগের মনোনয়ন পেলেন।
তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে এপর্যন্ত আওয়ামী লীগের নিঃস্বার্থ কর্মীসহ ও বিভিন্নভাবে দায়িত্ব পালন করে আসছেন বলে জানা গেছে।