বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ার সেই বৃষ্টিকে সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অর্থ সহায়তা

উল্লাপাড়ার সেই বৃষ্টিকে সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অর্থ সহায়তা

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেধাবী বৃষ্টি খাতুন এর কলেজে ভর্তি হওয়া ও আনুসাংগিক খরচ বাবদ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী দশ হাজার টাকা সহায়তা করেছেন৷

আজ শনিবার দুপুর একটায় উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সাব্বির আহমেদ বৃষ্টি খাতুনের গ্রামের বাড়ী সলপে গিয়ে তার হাতে এ টাকা তুলে দেন৷ এসময় তার সাথে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনছুর হেলাল উপস্থিত ছিলেন ৷

গত পরশু ৬ জানুয়ারী বৃহস্পতিবার অনলাইনে আজকের বাংলাদেশ এ ‘জিপিএ-৫ পেয়েও আর্থিক অনটনে কলেজে ভর্তি অনিশ্চিত মেধাবী ছাত্রী বৃষ্টির‘ শিরোনামে ছবিসহ একটি প্রতিবেদন প্রকাশ হয়৷ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা প্রতিবেদনটি পড়ে এ অর্থ সহায়তা করলেন বলে জানানো হয় ৷ উল্লাপাড়ার সলপ গ্রামের দিনমজুর আইয়ুব আলীর মেয়ে বৃষ্টি খাতুনের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়েও পরিবারের আর্থিক অভাব অনটনের কারণে কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে । উপজেলার সলপ উচ্চ বিদ্যালয় থেকে সে ২০২১ শিক্ষাবর্ষে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে । সলপ গ্রামের দিনমজুর আইয়ুব আলীর মেয়ে বৃষ্টি খাতুন ২০১৮ সালে একই স্কুল থেকে জেএসসি পরীক্ষাতে গোল্ডেন জিপিএ – ৫ এবং সাধারণ বৃত্তি পেয়েছিল। এছাড়া প্রথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাতেও বৃষ্টি খাতুন জিপিএ-৫ পেয়ে বৃত্তি পেয়েছিল।

প্রতিবেদককে বৃষ্টি খাতুন ও তার পরিবারের সবাই কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর দেওয়া অর্থ সহায়তা পেয়ে খুবই খুশী হয়েছেন বলে জানান ৷ এদিকে সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান বৃষ্টি খাতুনকে দশ হাজার টাকা সহায়তা দিয়েছেনএবং উচ্চ শিক্ষায় তার যাবতীয় খরচ তিনি ব্যক্তিগতভাবে দেবেন বলে জানানো হয় ৷

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments