জি.এম.মিন্টু: কেশবপুরে পরাজিত হয়ে প্রধান সড়ক কেঁটে যাতায়াত বন্ধ অবরুদ্ধ ২০টি পরিবার যশোরের কেশবপুরে উপজেলায় পঞ্চম ধাপের ইউপি নির্নাচনে পরাজিত হয়ে এক ইউপি সদস্য প্রার্থী প্রধান সড়ক কেঁটে যাতায়াত বন্ধ করে দিয়েছে। এতে অবরুদ্ধ হয়ে পড়েছে ওই এলাকার ২০ টি পরিবার।
জানা গেছে, কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করে সরাফপুর গ্রামের শ্যাম সুন্দর মল্লিক ও মোঃ ইলিয়াস হোসেন সবুজ। ৫ জানুয়ারী নির্বাচনে শ্যাম সুন্দর মল্লিক প্রতিদ্বন্দী মোঃ ইলিয়াস হোসেন সবুজের কাছে নির্বাচনে পরাজিত হয়। এতে শ্যাম সুন্দর মল্লিক ক্ষিপ্ত হয়ে ইলিয়াস সবুজের ভোটারদের বাড়ির যাতায়াতের রাস্তা জোর পূর্বক কেটে দেয়। এতে সরাফপুর গ্রামের একটি মহল্লার ২০ টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। এ ঘটনায় মহল্লাবাসীর মাঝে তীব্র্র উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময়ে বড় ধরণের দূর্ঘটনা ঘটে যেতে পারে।