সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার খলিশাগাড়ী বিলে এবারেও শীতে পাখী এসে নামছে ৷ শীতকালের প্রথম দিক থেকে দিনের ভোর বেলাতেই শামুকখোল, বেলে হাঁসসহ নানা নামের পাখী আসছে ৷
এরা ভরদিন বিলে থেকে শেষ বিকেলে অন্যত্র চলে যায়৷ এলাকার একাধিক জন জানান এবারে বিলে আসা পাখী সংখ্যা গত ক’বছরের কম ৷ এদিকে গত দিন তিনেক বিকেলে বিল এলাকায় গিয়ে দেখা গেছে পাখী দেখতে অনেকেই বিলে আসছে৷