বাংলাদেশ ডেস্ক: শনিবার আভাস পাওয়া গিয়েছিল। কিন্তু তিনি একাদশে থাকবেন না, তা ভাবা যায়নি। কিন্তু ক্রাইস্টচার্চ টেস্টের স্কোয়াড দেখে সবার চোখ ছানাবড়া। বাংলাদেশের স্কোয়াডে নেই মুশফিকুর রহীম। কুচকির ইনজুরির কারণে তিনি খেলতে পারছেন না চলমান দ্বিতীয় টেস্টে। তার পরিবর্তে দলে ঢুকেছেন নাঈম শেখ। তার হয়েছে টেস্ট অভিষেক।
ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে মুশফিকের চোট নিয়ে কথা বলেন বাংলাদেশের বোলিং কোচ ওটিস গিবসন। যেখানে তিনি বলেন, ‘ওর কুঁচকিতে টান লাগে গতকাল। সে আমাদেরকে জানায়, কিছুটা ভুগছে সে। আজকে সে ফিটনেস টেস্টে মরিয়াভাবে চেষ্টা করেছে উতরে যেতে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পারেনি।’
এমনিতেই নেই সাকিব ও তামিম। তারউপর এবার নেই মুশফিক। আচমকা তার ইনজুরি কিছুটা হলেও ছন্দপতন ঘটেছে দলের পরিকল্পনায়। গিবসন বলেন, ‘আমার মনে হয় না, এটায় (মুশফিকের হঠাৎ ছিটকে যাওয়া) আমাদের মনোযোগে ব্যাঘাত ঘটেছে। অবশ্যই আমাদের জন্য এটা বিশাল ক্ষতি, কারণ সে দুর্দান্ত খেলায়াড়। কিন্তু কোচ নিশ্চিত করেছেন সবাই যেন সজাগ থাকে এবং সবাইকে জানিয়ে রেখেছে যে, মুশি ফিট হতে পারলে সে খেলবে, না হলে অন্য কে খেলবে এবং কোথায় ব্যাট করবে।’