প্রদীপ অধিকারী: জয়পুরহাটের পাঁচবিবিতে দিনব্যপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
আজ সোমবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে পাঁচবিবি পৌর পার্কে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে দিবসটির শুভসূচনা করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর পর শহীদদের স্মরণে এক মিনিটের নিরবতা পালন ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন-পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব,সাংগাঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক ও জেলা পরিষদের সদ্য মামুনুর রশিদ মামুন, আওয়ামীলীগ নেতা জাহিদুল ইসলাম মাস্টার সহদলীয় নেতাকর্মীরা।