বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাতাহিরপুর সীমান্তে ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

তাহিরপুর সীমান্তে ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আহম্মদ কবির: সুনামগঞ্জ তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ ও মোটরসাইকেল ও মোবাইল সহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি।

বিজিবি তথ্য সুত্রে জানাযায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি অধীনস্থ বিরেন্দ্রনগর বিওপির টহল দল আজ (১০জানুয়ারি)সীমান্ত পিলার ১১৯৩/৪-এস এর নিকট হতে আনুমানিক ৬০০গজ বাংলাদেশ অভ্যন্তরে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বিরেন্দ্রনগর বাগলী ব্রিজ হতে ৩০ বোতল ভারতীয় মদ, ০১টি মোটর সাইকেল, সীমসহ ০২টি স্মার্ট মোবাইল ফোন এবং ০২টি ব্যাগ সহ দুই জন মাদক ব্যবসায়ী কে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন চারাগাঁও গ্রামের মোঃ গিয়াস উদ্দিন এর ছেলে মোঃ নুর উদ্দিন (২২), একই গ্রামের মোঃ হোসেন আলীর ছেলে জামাল উদ্দিন (২৩)।অপরদিকে বালিয়াঘাট বিওপির টহল দল গতকাল গভীর রাতে সীমান্ত পিলার মেইন পিলার ১১৯৮এর নিকট হতে আনুমানিক ৩০০গজ বাংলাদেশ অভ্যন্তরে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের পূর্ব লাকমা নামক স্থান হতে ১২বোতল ভারতীয় মদ ১টি প্লাটিনা মোটরসাইকেল আটক করে।

এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি অধিনায়ক মোঃ মাহবুবুর রহমান জানান,আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও, মোটর সাইকেল শুল্ক কার্যালয় সুনামগঞ্জে এবং আসামীসহ, মোটর সাইকেল, সীমসহ মোবাইল ফোন ও ব্যাগ তাহিরপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments