সোমবার, মে ১৩, ২০২৪
Homeসারাবাংলাসুনামগঞ্জে মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময়

সুনামগঞ্জে মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময়

আহম্মদ কবির: সুনামগঞ্জ জেলায় মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে,হাওরে মৎস্য চাষ ব্যবস্থাপনার সাথে জড়িত ব্যক্তিবর্গ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়।

শনিবার(১৬জানুয়ারি)সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে, মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী,এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ হেমায়েৎ হুসেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে পরিচালক (ক্রয় ও বিপণন), যুগ্মসচিব মোহাম্মদ খুরশীদ আলম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন-২)মোহাম্মদ আব্দুল আহাদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মনজুর মোহাম্মদ শাহজাদা,মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ: মাহবুবুল হক,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একান্ত সচিব গোলাম মাঈনউদ্দিন হাসান,পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম প্রমুখ।

এছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা; উপজেলা পরিষদ চেয়ারম্যান; উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ,মৎস্য চাষ ব্যবস্থাপনার সাথে জড়িত ব্যক্তিবর্গ,জনপ্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments