শফিকুল ইসলাম: জয়পুরহাটে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিটিএফ আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন।
সভাপতিত্ব করেন এনসিটিএফ এর জেলা সভাপতি কে এম সাজিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমাজসেবক এনসিটিএফ এর উপদেষ্টা তিতাস মোস্তফা, সাংবাদিক আব্দুল আলীম, পৌর কাউন্সিলর পাপিয়া সুলতানা, এনসিটিএফ এর সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার সামিয়া খান প্রিয়া, জেলা ভলান্টিয়ার সালেহুর রহমান সজিব, বিথি আক্তার, জেলা কমিটির সাধারন সম্পাদক মদিনা, চাইল্ড পার্লামেন্ট সদস্য জুঁই, ফাহিম হোসেন, শিশু গবেষক কাজল ও ফারহানা আফরিন সাথী প্রমুখ। সভায় আগামী একবছর শিশুদের নিয়ে করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।