শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
Homeসারাবাংলারংপুরে টাকা চুরির অপবাদে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেফতার ১

রংপুরে টাকা চুরির অপবাদে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেফতার ১

জয়নাল আবেদীন: রংপুরের কাউনিয়ায় টাকা চুরির অপবাদে শামীম হোসেন (১০) ও রাসেল (৯) নামে দুই শিশুকে গাছে বেধে অমানবিক নির্যাতনের ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তাতার করেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার টেপামধুপুর এলাকা থেকে আসামি আকরাম হোসেনকে গ্রেপ্তার করে।

আকরাম কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজিব মোল্লাটারী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। শিশু নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার অপর দুই আসামি হলেন ইউপি সদস্য ইউনুস আলী ও আকরাম হোসেনের ভাই ইয়াকুব আলী ।

রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু দুটিকে উদ্ধারের পর তাদের পরিবারের কাছে দেওয়া হয়েছে। কিন্তু তাদের অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ দায়ের না করায় পুলিশ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। এরই মধ্যে অভিযুক্ত এক জনকে গ্রেপ্তাতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধী যেই হোক কাউকেই ছাড় দেওয়া হবে না। টাকা চুরির অপবাদে বুধবার সকালে মধ্যযুগীয় কায়দায় দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন করে ইউপি সদস্য ইউনুস আলী, আকরাম হোসেন ও তার ভাই ইয়াকুব আলী।

এ ঘটনায় দুই শিশুর পরিবার থেকে মামলা না করা হলেও ঘটনার দিন রাতেই কাউনিয়া থানার এস আই স্বপন কুমার সরকার বাদী হয়ে থানায় মামলা করেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments