বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
Homeসারাবাংলাসিলেটে ৭৬৯ জনের করোনা শনাক্ত, হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে

সিলেটে ৭৬৯ জনের করোনা শনাক্ত, হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে

মোঃ জালাল উদ্দিন: সিলেটের সরকারি ও বেসরকারি হাসপাতালে জ্বরের রোগীর সংখ্যা বেড়েছে। দেখা যায় ঘরে-ঘরে জ্বরে আক্রান্ত হয়েছে পড়ছেন নারী-পুরুষ ও শিশুরা।

সিলেট বিভাগে গত বৃহস্পতিবার ২৭ জানুয়ারি ২০২২ইং, পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭৬৯ জনের। শনাক্তের হার ৩৮ দশমকি ১৩ শতাংশ। এনিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত হয়ে সিলেট জেলার ১ জনের মৃত্যুহয়েছে।

এছাড়া, হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন এবং করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৫ জন।

বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ২০১৭ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত ৭৬৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৪৭০ জন, ওসমানী হাসপাতালের ৫০ জন, সুনামগঞ্জ জেলার ৩৬ জন, হবিগঞ্জ জেলার ৭১ জন ও মৌলভীবাজার জেলার ১৪২ জন। সিলেট জেলায় শনাক্তের হার ৩৫ দশমিক ৯৪ শতাংশ, সুনামগঞ্জ জেলায় ৩৫ দশমিক ২৯ শতাংশ, হবিগঞ্জ জেলায় ৪৮ দশমিক ৯৭ শতাংশ ও মৌলভীবাজার জেলায় ৪৩ দশমিক ৯৬ শতাংশ।

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৩২ জনের মধ্যে ২১ জন সিলেট জেলার, সুনামগঞ্জ জেলার ৮ জন, হবিগঞ্জ জেলার ২ জন ও মৌলভীবাজার জেলার ১ জন। সুস্থ হওয়াদের মধ্যে ২৮ জন সিলেট জেলার, ৮০ জন হবিগঞ্জ জেলার ও ৭ জন মৌলভীবাজার জেলার।

বর্তমানে চার জেলার হাসপাতালে ভর্তি ১৯২ জনের মধ্যে সিলেট জেলার ১৩৬ জন, সুনামগঞ্জ জেলার ২৬ জন,হবিগঞ্জ জেলার ৩ জন ও মৌলভীবাজার জেলার ২৭ জন। এদের মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ১১ জন। এছাড়া, সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি ১৪ জন রোগীর মধ্যে করোনা সন্দেহজনক ৪ জন ও পজিটিভ ১০ জন।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১ হাজার ১৯৪ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৮০ জন মারা গেছেন, ওসমানী হাসপাতালে ১১৮ জন, সুনামগঞ্জে ৭৫ জন, হবিগঞ্জের ৪৯ জন ও মৌলভীবাজারের ৭২ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ৬০ হাজার ৭৪৬ জন। এর মধ্যে সর্বোচ্চ সিলেট জেলায় ৩২ হাজার ৪২৩ জন, ওসমানী হাসপাতালে ৫হাজার ৪০৫ জন, সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৫৬৪ জন, হবিগঞ্জ জেলায় ৭ হাজার ২১২ জন ও মৌলভীবাজার জেলায় ৯ হাজার ১৪২ জন। অন্যদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ৫০ হাজার ৯৪৪ জন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments