আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পাঁচটি ইউনিয়নে গত সোমবার (৩১ জানুয়ারি) ৬ষ্ট ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।ওই নির্বাচনে পাঁচটি ইউপিতেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক বিজয়ী হয়েছে।
রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বেসরকারীভাবে এ ফলাফল ঘোষণা করেন। বিজয়ীরা হলেন,মির্জাপুর ইউনিয়নে রফিকুল ইসলাম, আলমনগর ইউনিয়নে আব্দুল মোমেন, হাদিরা ইউনিয়নে বিলকিছ জাহান, নগদাশিমলা ইউনিয়নে হোসেন আলী, ধোপাকান্দি ইউনিয়নে সিরাজুল ইসলাম । আগে সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এ পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জন,সাধারণ সদস্য পদে ১৫৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ৫১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জানান,নির্বাচনে পর্যান্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী,৩ প্লাটুন বিজিবি,১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।