বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর শাহবাগে সোহরাওয়ার্দী উদ্যানের পাশের সড়কের পাশ থেকে কাপড়ে মোড়ানো দু’জন নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশদুটি উদ্ধার করা হয়।

নবজাতক দুটির বয়স ১ থেকে ২ দিন হবে বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ গেটের বিপরীত পাশে টিএসসির কাছাকাছি স্থানে রাস্তায় পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বাক্সের ভেতর কাপড়ে মোড়ানো ওই দুটি নবজাতকের লাশ পাওয়া যায়।

তিনি আরো বলেন, হয়তো রাতের বেলা কেউ তাদের ফেলে যায়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।

Previous articleমুলাদীতে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ২
Next articleঈশ্বরদীতে বিনা’র আয়োজনে ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষক প্রশিক্ষণ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।