এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পযর্টন কেন্দ্র কুয়াকাটার সৈকতে আবারো ভেসে এসেছে আওরেলিয়া আওরেটা ও ব্যারেল নামের দুই প্রজাতির শত শত জেলিফিশ।

গতকাল সন্ধ্যায় সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এসব জেলিফিশ দেখতে পায় স্থানীয় ও পর্যটকরা। জোয়ারে মেরুদন্ডহীন এসব জেলিফিশ ভেসে আসলেও ভাটায় সৈকতের বালুতে আটকা পড়ে মারা যায়। তবে ঠিক কি কারনে এসব প্রানী ভেসে এসেছে সেটি নিশ্চিত করতে পারেনি কেউ।

কলাপাড়া উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, দুই প্রজাতির মধ্যে একটি আওরেলিয়া আওরেটা প্রজাতির ও অপরটি ব্যারেল প্রজাতির জেলিফিস মনে হচ্ছে। জেলিফিসের মৃত্যুর রহস্য উদঘাটনে বাংলাদেশ মৎস্য গবেষনা ইনষ্টিটিউটে জানানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় চর বিজয়, সৈকতের ঝাউবন এবং লেম্বুর চর এলাকায় বেশ কিছু জেলিফিস ভেসে এসে চরে আটকে পরে মৃত্যু বরন করেন।

Previous articleরায়পুরে স্বপ্নযাত্রার অ্যাম্বুলেন্স সেবা পাবে গ্রামের মানুষ
Next articleকলাপাড়ায় মাদক সেবনের প্রতিবাদ করায় সাংবাদিককে মারধর, অভিযুক্ত বেল্লাল আটক
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।