তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুর ও রামগতি উপজেলার ইউনিয়নের রোগীদের সেবার জন্য ৪ টি অ্যাম্বুলেন্স সার্ভিস স্বপ্নযাত্রার উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে ইউনিয়ন পর্যায়ে এ অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়। অবহেলিত জনপদ ও গ্রামের অসহায় মানুষের সেবায় অ্যাম্বুলেন্সগুলো ব্যবহার করা হবে।

উল্লেখ্য যে, রায়পুরসহ ৫টি উপজেলার ৫৮টি ইউনিয়নে এ্যাপসভিত্তিক এ্যাম্বুলেন্স সেবা পর্যায়ক্রমে চালু করা হবে। রায়পুর ও রামগতি উপজেলায় ৫টি এ্যাম্বুলেন্সের মাধ্যমে এ সেবা ইতোমধ্যে চালু করা হয়েছে এবং বাকি রামগন্জ, কমলনগর ও সদর উপজেলায় পর্যায়ক্রমে চালু করা হবে বলে জানান জেলা প্রশাসক।

শনিবার বিকালে জেলা প্রশাসক চত্ত্বরে-জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী লাবন্য বড়ুয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম. সালাহ্ উদ্দিন টিপু, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন প্রমুখ।

জেলা প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দের পরিকল্পনায় অ্যাম্বুলেন্স সেবাটি চালু করা হয়েছে। ক্ষুদ্র এ প্রয়াস বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা পালন করবে। অ্যাম্বুলেন্স সেবার মাধ্যমে সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের রোগীদের সেবা নিশ্চিত করা হবে।

Previous articleপীরগাছায় পোকা দমনে সাড়া ফেলেছে পার্চিং পদ্ধতি
Next articleকুয়াকাটা সৈকতে ভেসে এসেছে দুই প্রজাতির জেলিফিশ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।