বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাউখিয়ায় দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

উখিয়ায় দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

কায়সার হামিদ মানিক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ১৪ এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে।

মঙ্গলবার রাত ৩ টার দিকে উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের ৭ নং রোহিঙ্গা ক্যাম্পের জি/, ব্লকে অবস্থিত পাহাড়ের নিচে পরিত্যক্ত ঘর থেকে তাদের অস্ত্রসহ আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসীরা হলেন,২০ নং ক্যাম্পের ২১/এম ব্লকের মোঃ আইয়ুবের ছেলে মো: আরাফাত উল্লাহ(২৫),একই ক্যাম্পের মো: আয়ুবের ছেলে মো:- জোবায়ের (৩১),রেজিস্টার ক্যাম্পের এফ ব্লকের নূর কবিরের ছেলে নূরুল হাকিম প্রকাশ কালা পূতিয়া (১৯),৭ নং ক্যাম্পের ৫/এ ব্লকের আলী হোসেনের ছেলে
আয়াত উল্লাহ (১৯)৪ নং ক্যাম্পের ১১/এফ ব্লকের সুলতান আহমদের ছেলে সাবুল হক (৪৭)।

১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ৭ নং রোহিঙ্গা ক্যাম্পের জি/, ব্লকে ঘটনাস্থলে অস্ত্রসজ্জিত কয়েকজন সন্ত্রাসীরা ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছে। তৎক্ষনাৎ নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার)পিযুষ চন্দ্র দাস এর নেতৃত্বে অপারেশন অফিসার মোঃ আব্দুর রাজ্জাক (পুলিশ পরিদর্শক/নি:) অফিসার ও ফোর্স সহ একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে পৌছামাত্র আসামিরা পুলিশের উপস্থিত টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা কালে রোহিঙ্গা সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়।

এসময় পুলিশ রোহিঙ্গা সন্ত্রাসীদের নিকট থেকে ৩টি দা ও ২টি রামদা কাঠের বাটসহ লম্বা যথাক্রমে ২৪.৫ ইঞ্চি, ২৮.৫ ইঞ্চি, ২২.৫ ইঞ্চি, ২৩.৫ ইঞ্চি উদ্ধার করেন।

তিনি আরও জানান, আটক ৫ রোহিঙ্গা তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী। তারা সংঘবদ্ধ হয়ে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ডের জড়িত থাকার কথা স্বীকার করে।এবং তারা ঘটনাস্থলে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়ে প্রস্তুতি নিচ্ছিলো বলে জানায়।

দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments