মারুফা মির্জা: নারী শিক্ষা জাগরণে সিরাজগঞ্জের অন্যতম বিদ্যাপিঠ এনায়েতপুর মেহের উন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডাঃ এম এম আমজাদ হোসেনের পরিবারের উদ্যোগে ৩ কোটি টাকা ব্যয়ে ৩ তলা ৩টি নির্মিত ভবন বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক মোহাম্মদ ইউসুফ।

এ সময় আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মাওঃ আব্দুল আওয়ালের সভাপতিত্বে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডাঃ হোসেন রেজা, প্রফেসর ডাঃ জুলফিকার হোসেন, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন জাহিদ, শিক্ষক আব্দুল জলিল, প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ভাষা প্রতিষ্ঠার বছর ১৯৫২ সালে মেহের উন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন সমাজ হিতৈষী কর্মবীর দেশের প্রথম শিল্প উদ্যোক্তা ডাঃ এম এম আমজাদ হোসেন। সে সময় নারী শিক্ষাকে প্রাধান্য দেয়া হতো না। তার বাবা এজন্য স্কুলটি নির্মানের সময় বাধা দেন। তিনি তখন তার পিতা আলহাজ্ব মোসলেম উদ্দিনকে বোঝাতে সক্ষম হন, পুরুষরা উচ্চ শিক্ষিত হলে এলাকার অশিক্ষিত মেয়েদের বিয়ে করবেনা। তাই পুরুষের পাশাপাশি নারীদেরও সমান তালে শিক্ষা-দীক্ষায় অগ্রগামী হতে হবে। এ কথা শুনে তিনি সম্মতি দিলে ডাঃ আমজাদ বিদ্যালয়টি মা মেহের উন নেছার নামে প্রতিষ্ঠিত করেন। যে বিদ্যালয়টি এখন আলোকিত প্রতিষ্ঠান হিসেবে জেলায় সুনাম অর্জন করেছে।

আরও পড়ুন  সেতু আছে, নেই সড়ক, আশে পাশে নেই বাড়িঘরও
Previous articleজ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়ালো
Next articleসোনারগাঁওয়ে এমপি মহোদয়ের উন্নয়ন মূলক কাজের উদ্ধোধন
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।