শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাউলিপুরে গমের বাম্পার ফলনে কৃষকের মনে আনন্দ

উলিপুরে গমের বাম্পার ফলনে কৃষকের মনে আনন্দ

আবুল কালাম আজাদ: কুড়িগ্রামের উলিপুরে বারি গম-৩৩ ও বারি গম-৩৪ এর বাম্পার ফলন হওয়ায় কৃষকের মনে আনন্দের ছোয়া লেগেছে।

শুক্রবার (৪ মার্চ) উপজেলার নন্দুনেফড়া, নাগড়াকুড়া গ্রামে সরে জমিনে গিয়ে দেখা যায় বারি গম-৩৩ এবং বারি গম-৩৪ এর বাম্পার ফলন হয়েছে। প্রায় ১০০-১৫০ একর জমির মধে এ গমের চাষ করা হয়। গম চাষ করা চাষিদের মধ্যে নুর আহাম্মদ, আবু হানিফ, দুলু মিয়া, হামিদুল মিয়া, হাফিজুর রহমান, রফিকুল ইসলাম, শওকত ইসলাম সহ আরও অনেক আদর্শ চাষি বলেন এবারে যে ভাবে গমের বাম্পার ফলন হয়েছে আমরা কখনো এরকম ফলন হতে দেখিনি। তারা বলেন আল্লাহ তায়ালা যদি আমাদের উপর কোন রকম গজব না দেন তাহলে আমরা অনেক লাভবান হব।

আদর্শ কৃষকদের মধ্যে হাফিজুর রহমান ও নুর আহাম্মদ বলেন, আমাদের ইউনিয়নে দ্বায়িত্ব থাকা উপজেলা কৃষি অফিসের বিএস জনাব মোঃ আলমগীর হোসেন আমাদেরকে প্ররোদনা হিসাবে বিনা পয়সায় উন্নত মানের গমের বীজ ও সার দিয়েছেন। আমাদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ ও করেছেন। এ জন্য আমাদের গমের বাম্পার ফলন হয়েছে। আমাদের এ বাম্পার ফলন দেখে যে সকল কৃষক গমের চাষ করেনি তারা আগামিতে চাষ করার সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে উক্ত ইউনিয়নে দ্বায়িত্ব থাকা বিএস জনাব আলমগীর হোসেনের সংগে যোগাযোগ করলে তিনি বলেন, আমি সার্বক্ষনিক আদর্শ কৃষকদের সাথে যোগাযোগ করেছি। সকল প্রকার পরামর্শ দিয়েছি। তাদেরকে প্ররোদনা হিসাবে বারি গম-৩৩ এবং বারি গম-৩৪ এর বীজ কৃষক প্রতি ২০ কেজি করে দেয়া হয়েছে। এবং সার ও বিনা পয়সায় দেয়া হয়েছে। গমের বিভিন্ন রোগ বালাই সম্পর্কে আগাম জানিয়ে দিয়েছি। এবং সে অনুপাতে জমিতে ঔষধ দেওয়ায় জমিতে গমের বাম্পার ফলন হয়েছে।

উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম গমের বাম্পার ফলনের সত্যতা স্বীকার করে বলেন, আমাদের কৃষি সম্প্রারন অধিদপ্তর থেকে প্ররোদনা হিসাবে উপজেলায় প্রায় ৬৯০ হেক্টর জমি গম বীজ প্রদর্শনীতে রাখা হয়েছে। এ সকল প্রদর্শনী জমির আদর্শ কৃষকদের বিনা মুল্যে প্ররোদনা হিসাবে বারি গম-৩৩ এবং বারি গম-৩৪ দেয়া হয়েছে। গমের রোগবালাই সম্পর্কে কৃষকদের আগাম বার্তা জানিয়ে দিয়েছি। ফলে তারা ভালো ফলাফল পেয়েছে।”

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments