বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাবাঁধ নির্মাণে অনিয়ম: তাহিরপুরে জরিমানা ও মুচলেকা দিয়ে ছাড়া পেলেন পিআইসি'র সভাপতি

বাঁধ নির্মাণে অনিয়ম: তাহিরপুরে জরিমানা ও মুচলেকা দিয়ে ছাড়া পেলেন পিআইসি’র সভাপতি

আহম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শনে গিয়ে, ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে ধীরগতি ও ত্রুটিপূর্ণ পরিলক্ষিত হওয়ায় এক প্রকল্প বাস্তবায়ন কমিটি সভাপতি কে আটক করলে,২০হাজার টাকা জরিমানা ও মুচলেকা দিয়ে ছাড়া পেলেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির উপজেলার মাটিয়ান হাওর উপ-প্রকল্পের,প্রকল্প বাস্তবায়ন কমিটি সভাপতি আব্দুল পাপেল কে বাঁধ নির্মাণ কাজের ধীরগতি ও ত্রুটিপূর্ণ পরিলক্ষিত হওয়ার কারনে আটক করে,ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০,হাজার টাকা জরিমানা আদায় করে,আগামী ৩দিনের মধ্যে ফসল রক্ষা বাঁধের কাজ সম্পুর্ণ শেষ করবেন বলে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রায়হান কবির বলেন, যেসকল বাধের কাজ পিছিয়ে রয়েছে, তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments