জয়নাল আবেদীন: রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নে এক বৃদ্ধার সরকারী বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগে সাজু মিয়া নামে এক গ্রাম পুলিশকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার কৃত সাজুমিয়া উপজেলার টেপা মধুপুর ইউনিয়নের বাজেম সকুর গ্রামের আব্দুল শেখের ছেলে।পুলিশ সূত্রে জান গেছে, কাউনিয়া উপজেলার বাজেমসকুর এলাকার গ্রাম পুলিশ সাজুমিয়া গত বছর একই এলাকার তালিকাভুক্ত বৃদ্ধা মমেনা বেগমের বয়স্ক ভাতার তিন হাজার টাকা কৌশলে তার মোবাইল ব্যাংকিংয়ে নিয়ে নেন। পরে ওই বৃদ্ধা বিষয়টি জানতে পেওে সাজুর নিকট টাকা ফেরত চান। গ্রাম পুলিশ সাজু ওই বৃদ্ধার টাকা ফেরত দিতে অস্বীকার করেন। দীর্ঘদিন ঘুরেও টাকা উদ্ধার করতে না পেরে অবশেষে বৃহস্পতিবার রাতে কাউনিয়া থানায় লিখিত অভিযোগ করেন বৃদ্ধা মমেনা।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, প্রাথমিক তদন্তে বৃদ্ধার ভাতার টাকা আত্মসাতের ঘটনাটি প্রমাণিত হওয়ায় অভিযোগটি এজাহার ভুক্ত হয়। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বয়স্ক ভাতার টাকা আত্মসাৎ মামলায় অভিযুক্ত গ্রাম পুলিশ সাজুমিয়াকে গ্রেপ্তার করে থানা পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  এনায়েতপুরে চাঞ্চল্যকর বিউটি হত্যার ৫ বছর পর রহস্য উদ্‌ঘাটন, পরকীয়া প্রেমিকসহ আটক ৩
Previous articleটাঙ্গাইলে ২ যুদ্ধাপরাধী গ্রেফতার, ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল
Next articleস্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।